Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-08T06:24:04Z
গোলাপগঞ্জ

বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ পৌর ক‌মি‌টি গঠন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ উপ‌জেলা শাখার সভাপ‌তি আবু সু‌ফিয়ান আজম ও সাধারন সম্প‌াদক আবুল হো‌সেন দিপু স্বাক্ষ‌রিত বিজ্ঞ‌প্তি‌তে ৪ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সৈয়দ সাফওয়ান হো‌সেনকে আহবায়ক এবং সাইদ হাসান, জু‌য়েল আহমদ ও না‌ছিম আহমদ‌কে যুগ্ম আহবায়ক ক‌রা হয়।
 
আগামী তিন মা‌সের জন‌্য এই আহবায়ক ক‌মি‌টি অনুমোদন দেওয়া হয়।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ