বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি এম আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন সহ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। গোলাপগঞ্জের সংবাদ কর্মীদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।
তিনি নতুন কমিটি গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।