বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে। গোলাপগঞ্জের সাংবাদ কর্মীদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো তা আরো সুদৃঢ় হবে।
তিনি বলেন, নতুন কমিটি গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।