বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বটেশ্বরের নুসরাত টেইর্লাস নামক দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দোকান থেকে মো. আখলিছুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিকে তল্লাশি করে তার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এব্যাপারে আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করে মামলা রুজু করা হয়েছে।