Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-19T21:27:59Z
গোলাপগঞ্জফ্যাক্টচেক

'নিজের মোবাইলে তুলা বাঘের ছবি’ দাবি করে প্রচার করা তথ্য ভূয়া

বিজ্ঞাপন
 


সম্প্রতি গোলাপগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ‘মোবাইল ক্যামেরায় বাঘের ছবি তুলেছেন’ দাবি করে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। উক্ত ছবিতে দেখা যায় বনের ভিতর থাকা একটি বাঘের ছবি। 

Photo Screenshot : Facebook 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট : (আর্কাইভ) (আর্কাইভ)

ফ্যাক্টচেক : গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‘জি ভয়েস টোয়েন্টিফোর’ এর অনুসন্ধানে দেখা যায়, বাঘের এই ছবিটি সত্যি হলেও এডিট করে নিজের তুলা ছবি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হচ্ছে। 

ছবিটির সত্যতা অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ব্যক্তিগত আলোকচিত্র প্রচার এবং সংস্থাপন করার অন্যতম মাধ্যম ফ্লিকার (ইংরেজি: Flickr) প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবি তুলেন লায়লা বাহা-এল-দিন এবং উল্লেখ করা হয় এটি একটি ‘প্যান্থেরা বিড়াল’ বা আফ্রিকান সোনালী বিড়াল।

• মূল ছবি ও পোস্টের লিংক : প্যান্থেরা বিড়াল

Photo Source : Flicker

আলোচিত ছবিটির সাথে মূল ছবির হুবহু মিল থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ছবিতে দেখা যায় নিচের অংশে ‘Realme Shot on Realme C33’ লেখা।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ছবি ও তথ্যটি ভূয়া।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ