Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-09T17:59:07Z
সিলেট

সিলেটে ১৪ দিনে ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র উসমান

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে ১৪ দিনেও খোঁজ মিলেনি উসমান আহমদ (১৩) নামে এক মাদরাসার ছাত্রের। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো ক্লু মেলাতে পারেনি পুলিশ।

নিখোঁজ মো. উসমান আহমদ (১৩) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদরাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্র ও পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বেরিয়ে ফিরে আসেনি শিশুটি।

অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়।

উসমানের বাবা হানিফ আলী জানান, তার বড় ছেলে গত ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উসমানের সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ