বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুর চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মো কয়েছ আহমেদ (৩৭) পেশাদার চোর বলে জানিয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
কয়েছ আহমেদ সিলেটের গোটাটিকর পূর্বপাড়া এলাকার শহিদ আলির ছেলে। এর আগেও একই অপরাধে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় তার নামে ১৮টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) ভোর ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের জমশেদপুর রিসোর্টের সামনে থেকে চুরির মটর সাইকেলসহ শহিদকে আটক করা হয়।
এর আগে তার নামে ওসমানীনগরে একাধিক মামলা সহ কুলাউড়া, মোগলাবাজার, গোলাপগঞ্জ, রাজনগর,বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা,কানাইঘাট, শাহপরান ও কোতোয়ালী থানায় ১৮টি মামলা রয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, শহিদের বিরুদ্ধে পেনালকোড ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানা মামলা নং -০২/২২২। সেই সাথে বুধবার সকালে পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।