Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-23T13:08:31Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে শ্রী চৈতন্য মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে সমশের মবিন

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ৭১ টিভিতে ‘এডিটর গিল্ডস’ নামক গোলটেবিল বৈঠকে সমশের মুবিন চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্থানীয় বিএনপি এবং দলটির নেতা ফয়সল আহমদ চৌধুরী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ বিএনপি দলীয় নেতাকর্মীরা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে তাকে অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন। এ ঘোষণার পর রোববার (২২ অক্টোবর) রাতে নিজ এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন শমসের মবিন।

মন্ডপ পরিদর্শনে গেলে তাকে অভ্যর্থনা জানান শ্রীচৈতন্য মন্দিরের পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিষু ভূষন দেব, বিদ্যুৎ ভূষন দেব, যুগ্ম সম্পাদক উজ্জল দেব মিটু, সাধারণ সম্পাদক বিষলো ভট্টাচার্য বাবলু, সহ সাধারণ সম্পাদক গোপাল বর্ধন।

এসময় সমশের মবিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক। এদেশে কোন ভেদাভেদ নেই। জাতি ধর্ম বর্ণ কোন বিভাজন নেই। এদেশ হলো গনতান্ত্রিক রাষ্ট্র। সকলের রয়েছে সমান অধিকার। এদেশ হলো সকল মানুষের দেশ। 

 তিনি বলেন, আমি নিজে একজন মুক্তিযুদ্ধা। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৭১সালে দেশ স্বাধীন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছি। জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছি।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন তৃন্নমূল বিএনপির সিলেট জেলা শাখার আহবায়ক এমএ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সানাউল হক।

এরপর তিনি ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া পাতন সার্বজনিন পূজা মন্ডপ ও বিয়ানীবাজারের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। 



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ