Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-12-05T20:25:09Z
ছবিঘর

অবরোধে গোলাপগঞ্জের চিত্র

বিজ্ঞাপন
ময়নাতদন্ত ছাড়া দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ নিতে পুলিশের আপত্তির প্রতিবাদে গোলাপগঞ্জ পৌর শহরে সিলেট-জকিগঞ্জ সড়ক আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০ থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে বাস ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস চালক শ্রমিকরা। ফলে সিলেট-জকিগঞ্জ সড়কের দুদিকে অনেক গাড়ি আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


সকালে অবরোধ শুরু হলে চৌমুহনীতে বাস দিয়ে ব্যারিগেড দেন শ্রমিকরা। ছবি : সামিল হোসেন

টানা ৫ঘন্টার অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ জনগণ। ছবি : সামিল হোসেন 

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি : সামিল হোসেন

গোলাপগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা রহিমা খাতুন (ছদ্মনাম) গোলাপগঞ্জে এসেছিলেন ১ বছরের মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। সড়ক অবরোধ থাকায় শেষমেশ রোদে পুড়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন তিনি। ছবি : সামিল হেসেন

তরতাজা মাছ নিয়ে চারখাই বাজারে বিক্রি করার কথা ছিলো শহিদ আলীর। যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রচন্ড রোদে হেঁটেই বাকি পথ পাড়ি দিবেন। ছবি : সামিল হোসেন

এদিকে দুপুর ১.৩০ মিনিটের সময় প্রশাসনের টনক না নড়ায় গোলাপগঞ্জ মডেল থানা ঘেরাও করে শ্রমিকরা। ছবি : সামিল হোসেন

মেয়ে ও নাতিকে নিয়ে হেতিমগঞ্জ (শ্বশুরবাড়ি)  থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন কুদ্দুস মোল্লা। ছবি : সামিল হোসেন 

দীর্ঘ ৫ ঘন্টা পর ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শ্রমিকরা তুলে নেয় তাদের অবরোধ। ছবি : সামিল হোসেন 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ