বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিভিন্ন স্থানে নদী ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে প্রশাসন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ অক্টোবর) গোলাপগঞ্জে চালানো হয়েছে অভিযান। এখানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকবাগ এলাকায় সুরমা নদীর ইজারা বহির্ভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।