বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন গোলাপগঞ্জের আয়োজনে পৌরশহরের চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংহিত সমাবেশে মিলিত হয়।
সংহিত সমাবেশে হাফিজ মাওলানা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও মো. ইকবাল হুছাইনের পরিচালনায় বক্তব্য রাখেন- হাফিজ মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাজসেবী আব্দুল লতিফ সরকার, ইলিয়াছ বিন রিয়াছত, শিক্ষানুরাগী সাহেদ আহমদ চৌধুরী, মাওলানা আবুল হুসেন জিরান, মাওলানা ইয়াহয়া মাহমুদ, মাওলানা উমর ফারুক।
এসময় বক্তারা দখলদার রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ কয়েক শতাধিক মুসলমান অংশগ্রহণ করেন।