Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-27T18:26:06Z
সিলেট

পুলিশের অভিযানে সিলেটে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রুকন।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসলাম (২৩), রাজশাহীর মোহনপুর থানার মৌপাড়া গ্রামের নাজেশ শেখের ছেলে হামিম বাদশা (২২) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আব্দুল আলীর ছেলে আব্দুল মোতালেব (২৩)।

গ্রেপ্তারে সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবিরের ২৮ অক্টোবর নিয়ে করা বিশেষ পোস্টার ও পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোজাহিদ এবং হামিম বাদশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাথী এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাথী।

ওসি সাইফুল বলেন, ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হচ্ছিল, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। তবে ৪০ থেকে ৫০ জন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক এবং পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বলে তিনি জানান।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ