বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক হা.শায়েখ আব্দুস সামাদ মারা গেছেন।
বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মরহুম মাও. বশির আহমদের প্রথম ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মরহুমের বড় ছেলে মাও.শামছুল হুদা।
জানা যায়, হা.শায়েখ আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি ফুলবাড়ি দক্ষিনপাড়া জামে মসজিদে দীর্ঘদিন সাবেক ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন।
মরহুমের জানাযার নামাজ আজ বুধবার বাদ আসর ফুলবাড়ি বড় মোকাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।