Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-10-29T07:37:43Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ঢিলেঢালা বিএনপি-জামাতের হরতাল, রাজপথে আওয়ামী লীগ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে বিএনপি-জামাতের ডাকা হরতাল। রোববার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে যানচলাচল। রাজপথ দখল করে রেখেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা রাস্তায় অবস্থান সহ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মিছিলও করেছে। 

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি রাস্তায় কঠিন অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে হরতালের সকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে একজন বিএনপি কর্মীকে মারধর ও দা দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের এই কর্মীর উপর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হামলা চালিয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত এই বিএনপি কর্মীর নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ