বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : বৃহত্তর হেতিমগঞ্জ যুব ও ক্রীড়া সংস্থার ত্রী বার্ষিক নির্বাচনে (২০২৩-২৫) প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার রাতে সংস্থার হেতিমগঞ্জস্থ কার্য্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
এসময় প্রধান নির্বাচন কমিশনার আলী হোসেন সেবুল সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বর্তমান সভাপতি রুহেল আহমদ, নজরুল ইসলাম, রবিউল আলম লায়েছ, মাহবুবুর রহমান শিবলু উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন জুয়েল আহমদ ও সুলেমান আহমদ। সাধারন সম্পাদক পদে হীরা মিয়া চৌধুরী ও সাহিদুর রহমান সাহেদ। কোষাধ্যক্ষ পদে কাজী মুহিব ও ক্রীড়া সম্পাদক পদে মাহীনুর রহমান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এম.এ.সামাদ। সংস্থার মোট ভোটার ৬৫ জন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রত্যাহারের দিন কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে ভোট গ্রহনের তারিখ ও প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারন করা হবে।
মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সুলতান আহমদ মনির, সাজ্জাদ আহমদ, সাংবাদিক হাবিবুর রহমান, জুনেদ আহমদ, হাসান আহমদ, এমাদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, রাজু আহমদ সহ আরো অনেকে।