Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-21T18:35:06Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রা‌সেল হাসান। বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রা‌সেল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্প‌াদক র‌ফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আ‌মিনুল ইসলাম রা‌বেল, উপ‌জেল‌া প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম‌্যান না‌জিরা বেগম শ‌ীলা, আমুড়‌া ইউ‌নিয়‌ন পরিষদের চেয়া‌ম‌্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, বাঘা ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মোঃ আব্দুস ছামাদ , ভা‌দেশ্বর ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান শামীম আহমদ, ফুলবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান আব্দুল হা‌নিফ খান, ঢাকাদ‌ক্ষিন ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান আব্দুর র‌হিম, লক্ষনাবন্দ ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান খলকুর রহমান, লক্ষীপাশা ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মাহতাব উ‌দ্দিন জেবুল, বা‌দেপাশা ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান জা‌হিদ উ‌দ্দিন, শরীফগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান এম ক‌বির উ‌দ্দিন, গোলাপগঞ্জ সদর ইউ‌নিয়ন প‌রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান মজনু আহমদ, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদের কমান্ডার শ‌ফিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আ‌লোচনা সভা শে‌ষে জেলা প্রশাসক শেখ রা‌সেল হাসান লক্ষণাবন্দের আলভীনা গা‌র্ডেন, ঢাকাদক্ষিণের শ্রী চৈতন‌্য দে‌বের ম‌ন্দির ও সুনামপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ