বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সেনিট্যারি ইন্সপেক্টর এবং গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৩টি মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।