Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-30T08:02:02Z
সিলেট

সিলেটে ৩ মাসের শিশুকে ‘চুরি করে নিয়ে’ হত্যা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমার পালপুর আবাসিক এলাকা থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাহারা বেগম নামে তিন মাসের এক শিশু চুরির ঘটনা ঘটে। শিশুটিকে না পেয়ে মাইকিং করার পাশাপাশি মসজিদগুলো থেকেও চুরির বিষয়টি স্থানীয়দের জানানো হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর পাড় থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ূম বলেন, ‘আমি বাজার করতে গিয়েছিলাম। এ সময় খবর পেলাম আমার মেয়ে চুরি হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। রাত সাড়ে ১০টায় বাচ্চার লাশ আমার বাড়ির পুকুর পাড়ে পেয়েছি।’

তিনি জানান, সাহারার মা শাম্মী বেগম শুক্রবার রাত ৮টার দিকে তাকে নিজের কক্ষে রেখে বাথরুমে যান। বাথরুম থেকে এসে তিনি শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

শিশুটির চাচা আবুল কালাম বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে বাসা থেকে ভাতিজি নিখোঁজ হয়। সিলেটে মাইকিং, মসজিদে মাইকিং, বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাইনি। রাত সাড়ে ১০টায় বাড়ির পুকুর থেকে আমার ভাতিজি লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরেরা বাচ্চাকে নিতে না পেরে শ্বাসরোধ করে হত্যা করেছে। ‘

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) মো. সোহেল রেজা বলেন, ‘শিশুটিকে চুরি করে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

মোগলাবাজার থানার ওসি মাঈন উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। শিশুটির স্বজনরা অনেক রাতে তাদের বাড়ির পুকুর পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে। উদ্ধার করে তারা নর্থইস্ট মেডিক্যাল কলেজে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ