Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-26T08:20:56Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার দিনগত রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবক জুয়েল আহমদ মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অভিযানিক টিম ভাদেশ্বরের মাইজভাগ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর ওই গ্রামের মৃত মজির উদ্দিনের বাড়ি থেকে শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে হলুদ রংয়ের পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ