বিজ্ঞাপন
নাজমুল ইসলাম, জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলফোন উদ্ধার।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম, ইন্সপেক্টর তদন্ত মো. আব্দুর রবের নেতৃত্ব সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি প্রোবক্স (প্রাইভেট কার) আটক করা হয়৷
এ সময় প্রাইভেট কার তল্লাসী চালিয়ে চারটি কিট ও চালককে আটক করে ৷ সে গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইছুব আলী (৩৫)।
জৈন্তাপুর কানাইঘাট সার্কেল অলক রঞ্জন শর্মা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যাক মোবাইল ফোন আটক করা হয়েছে ৷ সীমান্তের চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে৷