বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার বদরুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, সদস্য ফাহাদ হোসাইন, ফাহিম আহমদ।
সভায় অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আগামীতে ক্লাবের কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সাথে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জন্য নতুন সদস্য আহবানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।