Advertisement (Custom)

প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-01T16:10:17Z
গোলাপগঞ্জ

সিলেট ৬ আসনে নৌকার মনোনয়ন চান ভিপি সফিক উদ্দিন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নৌকার মনোনয়ন চান ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি সফিক উদ্দিন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

ভিপি সফিক উদ্দিন বলেন, মানুষের জন্য একটি শান্তি-সম্প্রীতির সমাজ, পরিবেশ তৈরী করতে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সুনির্দিষ্ট অবস্থান প্রয়োজন। আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য দুই উপজেলার মানুষের সহযোগিতা প্রয়োজন। 

তিনি বলেন, ছাত্র রাজনীতির সময় থেকে এ পর্যন্ত আমি আপনাদের যে ভালোবাসা- সহযোগিতা-সমর্থন পেয়েছি সে জন্য বরাবরই আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতা থেকেই এবার আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নেত্রী আমাকে নৌকার মনোনয়ন দেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় সিলেট-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হব।

উল্লেখ্য, এর আগে একাদশ জাতীয় নির্বাচনেও ভিপি সফিক উদ্দিন নৌকার মনোনয়ন ফরম কিনেন এবং শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মনোনয়ন প্রত্যাহার করেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ