Advertisement (Custom)

প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-19T14:40:14Z
জকিগঞ্জ

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত্যা মামলার আসামি নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন (৪৩) জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর খাসেরা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি জকিগঞ্জ থানার পুলিশের সোর্স কালা বাসিত হত্যা মামলার প্রধান আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, ‘পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।’

সূত্র : বাংলা ট্রিবিউন
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ