Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-20T17:49:14Z
আন্তর্জাতিক

সৌদিতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি শাহিন

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশি লটারিতে এক মিলিয়ন দিরহাম বা প্রায় তিন কোটি টাকা জিতেছেন। সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জেতা ওই যুবকের নাম মোহাম্মদ শাহিন (৩১)। তিনি দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়, একা বসে থাকার সময় হঠাৎ করেই লটারি জয়ের ই-মেইল পান শাহিন। ই-মেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল পুরস্কারটি পাচ্ছে শাহিনের কাছে থাকা ৩৮২২৫৮১৯ নম্বরের লটারি টিকিটটি। প্রথমে তিনি লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। নিশ্চিত হওয়ার জন্য তার অ্যাকাউন্টে লগইন করেন শাহিন। আর তাতেই শাহিন নিশ্চিত হন যে এক মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শাহিন বলেছেন, আমি হতবাক এবং বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই প্রথম আমি আমার অ্যাকাউন্টে এত শূন্য দেখলাম। লটারি জয়ের বিষয়টি নিশ্চিত হয়েই শাহিন বাংলাদেশে তার পরিবারকে সুসংবাদটি জানায়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ