Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-05T18:55:04Z
সিলেট

‌সিলেটে ফি‌লিং স্টেশনে আগুন, পথচারীসহ দগ্ধ ৯

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় পথচারীসহ ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিরা হলেন রিপন দাস (৩৪), রুমেল (২৮), মিনহাজ (২৮), রাহুল দাস (৫০), ইমন (১৮), নজরুল, তারেক (৩৫), রোমন (৩৮) ও লুৎফুর (৩২)। তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে বিকট শব্দ হয়ে আগুন জ্বলে ওঠে। এতে ফিলিং স্টেশনের কর্মীসহ কয়েকজন দগ্ধ হন। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, কমপ্রেসর কক্ষ থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধান চলছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, দগ্ধ ব্যক্তিদের সবার শরীর ১৫ শতাংশের বেশি পুড়ে গেছে। কয়েকজনের শ্বাসনালিও পুড়ে গেছে। তাঁদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে তিনিসহ হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত থেকে তদারক করছেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ