Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-20T08:45:30Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেপ্তার

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে পৃথক অভিযানে ১৮জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টায় পৌর শহরের উত্তরবাজার সংলগ্ন মাছবাজারের উত্তর পাশের আলী হোসেনের মাছের আরদের ঘরে এবং একই দিন রাত আড়াইটায় শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে ছানু মিয়ার বসতঘরের উত্তর পাশের কক্ষে পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় জুয়া খেলায় ব্যবহৃত ১৯হাজার ৩০৫ টাকা, ৬ বান্ডিল তাস, ৯ টি মোবাইল সেট জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো পৌর এলাকার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর পুত্র আলী হোসেন (৪১), মৃত নজির আলীর পুত্র দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার পুত্র সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর পুত্র আলীম উদ্দিন (৪৫), বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের বাতির আলীর পুত্র বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের পুত্র জুমন আহমদ (২৫) মৃত খালিক মিয়ার পুত্র মো: নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহর পুত্র আজিম উদ্দিন প্রকাশ মো: বিরু (৩৪), আসাব আলীর পুত্র রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের জাফর আলীর পুত্র রকিব মিয়া (২৮), একই ইউনিয়নের পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার পুত্র নূর মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার পুত্র রুবেল আহমদ (২৬), পানিয়াগা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র মাহতাব উদ্দিন মাতাব (৫৩), ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র রশিদ মিয়া (৩০), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের পুত্র অজয় বিশ্বাস (৩২), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের পুত্র হবি আলম (৩৫), পানিয়াগা গ্রামের মৃত রজব আলীর পুত্র স্বপন আহমদ (৩৭)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ