Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-09-24T16:14:35Z
সিলেট

সিলেটে বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে বকেয়া বেতন প্রদানের দাবি ও বাগানের জায়গায় দোকানকোটা নির্মাণের প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারাপুর চা বাগানের শ্রমিকরা। পরে তারাপুর বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, বাগান ম্যানেজার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বৈঠকে বসে।

আন্দোলনরত চা শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বেতনের বকেয়া টাকা আমরা এখনো পাইনি। এ ছাড়া দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ ও ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন। এ ছাড়া চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এই জায়গায় ৩টি দোকানকোটা নির্মাণ করা হচ্ছে। রাতের আঁধারে এসব কাজ হয়। আমরা এসব নির্মাণাধীন দোকানকোটা উচ্ছেদের দাবি জানাই।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, শ্রমিকদের অভিযোগ তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। সেগুলো দিলে তারা কাজে যোগ দেবেন। তারা বৃহস্পতিবার থেকে কাজে যাচ্ছেন না। এসব বিষয়ে তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ