বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ব্ল্যাকমেইল করে কিশোরী ধর্ষনের অভিযোগে সিলেট থেকে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম মো. আল আমিন (৩৩)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।
র্যাব-১১ ও র্যাব-৯ সদস্যদের যৌথ অভিযানে তাকে রোববার (১৩ আগস্ট) সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামী।
তিনি ভিকটিমের সঙ্গে এক মাস আগে সখ্য গড়ে তোলেন। গত ১৮ জুলাই দুপুরে এক কিশোরীকে (১৬) ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে রাখে।
পরে ২১ জুলাই দুপুরে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ এবং ভিডিও ধারণ করে রাখে।
বিষয়টি অবগত হলে ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
প্রযুক্তির সহায়তায় রোববার সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারের ইসরাক এন্টারপ্রাইজের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।