বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় একদিনে ২০টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। যা গোলাপগঞ্জ মডেল থানার ইতিহাসে প্রথম।
বৃহস্পতিবার (২১ জুলাই) আদালত থেকে বিভিন্ন ফৌজদারি মামলার এসকল আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা, বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানার ইতিহাসে একদিনে ২০টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। যা এর আগে গোলাপগঞ্জ মডেল থানায় হয়নি।
এদিকে এদিন পৃথক সময়ে ২০টি মামলার মধ্যে ৭টি মামলার ৪আসামিকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো- বিয়ানীবাজার উপজেলার রামদা এলাকার চিত্তরঞ্জন পালের স্বামী বিউটি রানী, ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম কামাল, বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে রানা মিয়া ও করগাঁও গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে আলতাব উদ্দিন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ থানার ইতিহাসে একদিনে এর আগে এত গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি হয়নি। বৃহস্পতিবার একদিনে ২০টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে।