Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-07-20T06:47:27Z
সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খাগাইল নামক স্থানে একটি সিএনচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক। 

নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে সিএনজিচালক কালন (৩৫), একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৫০) ও মাইক্রবাসচালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের (৫০)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে তিননজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রো ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই আহত হয়েছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ