বিজ্ঞাপন
আসুন পথশিশুর পাশে দাড়াই
নিশাত ফাতেমা
আমি দেখেছি সেই,
অনাথ শিশুর আর্তনাদ।
যার ভবিষ্যৎ কি সে নিজেই জানে না।
আমি দেখেছি সেই পথ শিশুর কান্না,
যার ঈদে নতুন জামা পরার
ইচ্ছাটি পুরন হয়নি।
আমি অনুভব করেছি সেই,
ভিক্ষুকের আপসোস,
যে মানুষের দ্বারে ঘুরেও একবেলা
পেট পুরে খেতে পারে না।
আমি ভোরে দেখেছি!
এই শীতে রাস্তার পাশে ছেঁড়া চাদর জড়িয়ে
শুয়ে আছে কত শিশু!
আমার কানে ভেসে এসেছে,
অনাহারে, অচিকিৎসার করুণ চিৎকার।
আমি আজও অনুভব করি
সেই মেয়েদের আকুতি মাখা সুর!
কাল ঈদ একটা জামা কিনবো
কিছু টাকা দিন স্যার!
আমি আজও দেখতে পাই,
সেই ক্ষুধায় পাগল হওয়া মেয়েটির ব্যস্ততা।
যে একটু খাবারে জন্য ডাস্টবিন
ওলট পালট করেছিল।
আমাকে আজও উদ্ধুদ্ধ করে
‘নজরুলের’ সেই কবিতাগুলো,
যে কবিতায় সাম্যের কথা বলা হয়েছে।
আমাকে আজও পীড়া দেয়
শহীদ বুদ্ধিজীবিদের বাসনা,
যারা দেশের মঙ্গলের জন্য ভাবতো।
আমার চোখে আজও ভাসে
‘বঙ্গবন্ধুর’ চোখের ঝিলিক,
যে চোখে তিনি দেখেছিলেন সোনার বাংলাদেশের স্বপ্ন।
আসুন!পাশে দাড়াই অসহায় মানুষের।
হাত বাড়িয়ে দেই অসহায়দের প্রতি !