বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে এসএমপি’র দক্ষিণ সুরমা পুলিশ।
শুক্রবার রাতে থানা এলাকার জিঞ্জিরশাহ মাজার, ক্বীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার ভার্থখলার হারুন মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২), চাঁদনীঘাটের মৃত ময়না মিয়ার পুত্র সালেক মিয়া (৪০), কদমতলীস্থ মেটালপ্লাস এর বর্তমান বাসিন্দা মৃত মকছেদ সরদারের পুত্র আমিরুল ইসলাম (৪০), বাহাপুরের মৃত রইছ আলীর পুত্র সুজন মিয়া (৪০), মুছারগাঁও তাজুল মিয়ার কলোনীর বর্তমান বাসিন্দা মৃত ননি গোপাল রায়ের পুত্র রণ রায় (৩৮), সিলেট নগরীর জেলরোডস্থ মুর্শেদের বাড়ির বর্তমান বাসিন্দা ইসহাক আলরি পুত্র আলম (২৫), গোলাপগঞ্জ উপজেলার রফিপুর নোয়াবাড়ীর রুয়াব আলীর পুত্র খালেদ আহমদ (২৬), একই গ্রামের ওয়ারিছ আলীর পুত্র রাজন মিয়া (২০), নগরীর শাহপরাণ থানাধীন বালুচরের বর্তমান বাসিন্দা মহেশ সূত্রধরের পুত্র সজল সুত্রধর (৩৮) ও দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের বীরেন্দ্র পালের পুত্র নিখিলপাল (৪৫)।
গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।