বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ।
নিখোঁজ কিশোরের নাম আল-ওয়াজ আরশ (১৫)। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে। আরশ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শেণির শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরশকে উদ্ধারে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান চলছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি বলেন, বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে এসেছিল আরশ। দুপুরে বাবা ও ছেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে।
“সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলেকে স্রোতের টানে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে। তবে বাবা জাহেদুল হোসেনকে উদ্ধার করা গেলেও আরশকে উদ্ধার করার আগেই সে তলিয়ে যায়।”