বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে গৌছ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন বুধবার এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছেন ফাতেমাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে কলি বেগমকে বিয়ে করেন দোয়ারাবাজারের দিনাইরটক গ্রামের গৌছ আলী (৪৫)। বিয়ের পর থেকেই গৌছ আলী যৌতুকের জন্য নানাভাবে কলি বেগমকে চাপ দেন। কলি বিষয়টি তাঁর বাবাকে জানালে মেয়ের অনুরোধে মোস্তফা মিয়া বিভিন্ন সময় গৌছ আলীকে প্রায় পাঁচ লাখ টাকা দেন। এরপরও স্ত্রীকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকেন গৌছ।
২০০৫ সালের ৫ জুন দুপুরে গৌছ আলী তাঁর স্ত্রী কলি বেগমকে টাকার জন্য প্রচণ্ডভাবে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান। পরে হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে গৌছ প্রচার করেন, কলি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কলির বাবা মেয়ের লাশ উদ্ধার করে থানায় গৌছ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ১১(ক) ধারায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে বুধবার বিচারক রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায়।