বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবারো কমেছে পাসের হার। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এ বছর পাসের হার ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২জন। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২জন মেয়ে।
এদিকে ফলাফল প্রকাশ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিলেট শিক্ষাবোর্ড। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।