Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-07-17T15:21:19Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৬২ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকার এ বাজেট ঘোষণা করে পৌরসভার মেয়র ফারুকুল হক। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

পৌর কর্মকর্তা দিবাকর পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মো. খসরুল হক, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, শেখ ওয়াহিদুর রহমান একাডেমী অধ্যক্ষ জহিরুল হক চৌধুরী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক কবির আহমদ, আরব আমিরাত জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল কর্মকর্তা শাহরিয়ার শুভসহ আরো অনেকে।

বাজেটে পৌরসভার রাজস্ব আয় ৫ কোটি ৫১ লাখ ৫৫ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৫ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা, উদ্বৃত্ত ২৬ লাখের বেশি। উন্নয়ন আয় ৫৬ কোটি ৮৮ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ৫৬ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার টাকা। সার্বিক উদ্বৃত্ত ২৭ লাখ ২৫ হাজার টাকা।
পৌরবাসীর জীবন মান উন্নয়নে যোগাযোগ, ড্রেনেজ উন্নয়ন ও বর্ধিতকরণ, জলাবদ্ধতা, ও যানজট নিরসন, মশক নিধনসহ অবকাঠামোন উন্নয়ন করার কথা জানিয়ে পৌর মেয়র বলেন, পৌরসভার কাঙ্খিত উন্নয়ন করতে আমরা দায়িত্বগ্রহণের পর থেকে কাজ করছি।

পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য শেষে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল ইসলাম ঝুনু, প্যানেল মেয়র-২ মিছবা উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিনসহ আরো অনেকে।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বিশিষ্টজন ও পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ