Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-07-16T11:51:12Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজার পৌরশহরে মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটে থাকা পিউরিয়া সুইটস, জুতা ও কাপড়ের কমপক্ষে ৬টি দোকান।

এছাড়াও দোকানের পাশে পার্কিংয়ে থাকা ৬টি মোটরসাইকেলও পুড়ে গেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে।

রবিবার ভোর ৬টার দিকে পৌরশহরের আজির সুপার মার্কেটের এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে পৌরশহরের আজির মার্কেটে অবস্থিত পিউরিয়া’তে ধোঁয়া দেখতে পান পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পাশের জুতা ও কাপড়ের দোকানেও। এসময় মার্কেটর পাশে থাকা কয়েকটি মোটরসাইকেল ও পুড়ে যায়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত না করা গেলেও, ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ