বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ৫০০গ্রাম গাঁজা সহ জায়েদ আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজ এলাকা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
জায়েদ আহমদ ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের রেজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে এএসআই সালাহউদ্দিন, এএসআই হেলাল উদ্দিন সহ একদল পুলিশ নিয়ে ৮ নং ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জায়েদ আহমদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।