বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (নি.) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে ৭ এপিবিএন এর একটি দল বিয়ানীবাজার উপজেলার আষ্টসাঙ্গন গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামের (বর্তমানে আষ্টসাঙ্গন বিয়ানীবাজার) মৃত মোক্তার হোসেনের ছেলে মো. এংরাজুল মিয়া ওরফে ইসলাম ও একই উপজেলার মাতুরকান্দি গ্রামের (বর্তমানে জলডুব, বিয়ানীবাজার) বিলের পাড় মৃত আব্দুল জলিলের ছেলে ছাদেক।
এ ঘটনায় এসআই মো. আবু তাহের বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় এজাহার দায়ের করেছেন।