বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারের যুবক লিবিয়ায় নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে আবেদন করেছে পরিবার।
নিখোঁজ যুবকের নাম আকমল হোসেন (২৩)। তিনি উপজেলার গড়রবন্দ, লাউঝারির কামাল উদ্দিনের পুত্র।
নিখোঁজ যুবকের বড় ভাই দেলোয়ার হোসেন তার ভাইয়ের সন্ধান চেয়ে লিবিয়া দূতাবাসে আবেদন করেছেন।আবেদনে তিনি জানান, আকমল হোসেন ২০২০ সালের আগস্টে লিবিয়া যান। সেখানে তিনি কাজ করছিলেন, এবং পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ২০২২ সালের ডিসেম্বরের ২০ তারিখে আকমল তার পরিবারকে জানান তিনি লিবিয়ার মিসারাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোন যোগাযোগ নাই।
এমতাবস্থায় আকমল হোসেনের সন্ধানের জন্যে বাংলাদেশ দূতাবাসসহ সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।আকমল হোসেনের কোন সন্ধান পেলে ০১৭৩৪৯২২০৫০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।