বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে সাইদুল ইসলাম নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷
সোমবার (৫ জুন) রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক নূর মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ সিআর- (১৩৩/২৩) মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।