বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের আলীনগরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে একটি মালবাহী ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত যুবকের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রে থাকায় তাঁর নাম পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের নওশের আলীর পুত্র মাইদুল ইসলাম।
স্থানীয়রা জানান, আলীনগরের টিকরপাড়া বাজার এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল দাঁড় করিয়ে বসা ছিলেন আইলার ট্রাক সিলেটের মার্কেটিং ম্যানেজার মাইদুল ইসলাম। এসময় দ্রতগতিতে পেছন দিক থেকে মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো ট ২৪-১৭৫৬) মাইদুল ইসলামের মোটর সাইকেলযোগ (ঢাকা মেট্টো হল৪২৩৪৩৩) উপরে চাপা দেয়। ট্রাকের চাপায় পৃষ্ট মাইদুল ইসলাম মাথায় ও মুখে আঘাত পেলে ঘটনাস্থলে নিহত হন।।
খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির দায়িত্বশীলরা ঘটনাস্থলে পৌছে লাশের পরিচয় শনাক্ত, সুরতহাল সম্পন্ন করেছেন।
বিষয়টি সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) অফিসার শ্যামল বণিক বলেন, ঘটনার পর ট্রাক চালক ও সহকারি পালিয়ে যায়। তবে পুলিশ ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেল জব্দ করেছে ।