বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাগব হয়েছে এবার। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রায় চার কিলোমিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধনও করেছেন কয়েকদিন আগে।
একদিকে যখন মহা ধুমধামে কাজ চলছে তখন অন্যদিকে বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম এলাকায় কিছু বালু ব্যবসায়ী নতুন সড়কের উপর দিয়ে পাইপের মাধ্যমে বালু পরিবাহিত করার জন্য বাঁধ নির্মাণ শুরু করেছেন।
স্থানীয়দের দাবি নতুন সংস্কার করা এই সড়কের উপর দিয়ে যদি পাইপ দিয়ে বালু পরিবাহিত করা হয়,তাহলে সেখান থেকেই সড়কের ভাঙ্গন শুরু হবে, এবং জনগণকেই ভোগান্তির শিকার হতে হবে।
বালু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে সাধারণ জনগণ অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে এলজিআরডি প্রকৌশলী এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কের উপর দিয়ে বাঁধ নির্মাণ করে বালু পরিবাহিত করা সম্পুর্ণ আইনবিরোধী কাজ।
উপজেলা ভূমি অফিসার অভিজিৎ চৌধুরী বলেন,বিষয়টি জেনেছি,শিগগির ব্যবস্থা নেয়া হবে।
গোলাপগঞ্জ উপজেলা এলজিআরডি উপ প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, এই বিষয় নিয়ে আমরাও বিরক্ত, এই ধরণের কাজ আমরা সমর্থন করিনা।
এ বিষয়ে বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদের এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কের উপর দিয়ে বাঁধ নির্মাণ করে পাইপের মাধ্যমে বালু পরিবহন করার কোন সুযোগ নেই, প্রয়োজন হলে কালভার্টের নিচ দিয়ে নিতে পারেন।
সড়কের উপর দিয়ে বাঁধ নির্মাণের চেস্টায় জনমনে ক্ষোভ বিরাজ করছে, নতুন সড়কটি রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী সাধারণ জনগণ।