বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আগামী বুধবার (২১ জুন) এই সিটিতে ভোটগ্রহণ হবে। ২০০২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার ও ৪২ ওয়ার্ডে এই সিটিতে এবার পঞ্চমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। এদিকে কেন্দ্র ও ভোট কক্ষে নজরদারির জন্য ইতোমধ্যে ১৯০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। বৃষ্টি উপেক্ষা করে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন অন্তিম সময়ের প্রচারণা। সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে আর প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ১৯০টি ভোটকেন্দ্র রয়েছে। একইসঙ্গে ভোট কক্ষ রয়েছে ১৩৬৭টি। সেই সঙ্গে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৯৫টি। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির নির্দেশনা অনুসারে ভোটকেন্দ্র তদারকি করার জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে দুটি সিসি ক্যামেরা থাকবে। একইসঙ্গে ১৩৬৭টি ভোট কক্ষের প্রতিটিতে থাকছে সিসি ক্যামেরা। ১৯০ কেন্দ্রের মধ্যে ১৩২টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৫৮টি কেন্দ্র সাধারণ বলে চিহ্নিত করেছে। ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ২২, ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৬, ৩৮, ৩৯ ও ৪২ নম্বর (মোট ১৮টি) ওয়ার্ডের সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম নবগঠিত ৪১ নম্বর ওয়ার্ড। এখানে সবগুলো কেন্দ্রই ঝুঁকিমুক্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদিপ দাস জানান, নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টিকে গুরুত্বপূর্ণ এবং ৫৮টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১৩২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিচারে নেওয়া বেশ কয়েকটি কারণ রয়েছে। দূরবর্তী অনেক কেন্দ্র রয়েছে, কিছু কেন্দ্রের আশপাশের পরিবেশ নিরাপদ নয়, কোথাও আবার গোলযোগের সম্ভাবনা রয়েছে, সেগুলো বিবেচনা করে চিহ্নিত করা হয়েছে।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেক আহমদ জানিয়েছে, ১৯০টি ভোট কেন্দ্রের বাইরে থাকবে দুটি করে সিসি ক্যামেরা। আর ক্যামেরা থাকছে ১৩৬৭টি ভোট কক্ষেও। সবমিলিয়ে মোট সিসি ক্যামেরা থাকছে ১৭৪৭টি। এসব তদারকি করা হবে ইসির প্রধান কার্যালয় থেকে।
এদিকে, এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৪ হাজার ৩৬০ ও দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন নারী। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।