Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-06-11T11:23:46Z
সিলেট

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে গেল প্রধানমন্ত্রীর উপহারের আম

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : প্রতি বছরের মতো এবারও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৬ রাজ্যে উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ৬ রাজ্যে তিন হাজার কেজি আম পাঠানো হয়। 

শনিবার দুপুরে সিলেটের গোয়াইানঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে আমগুলো এসব রাজ্যে পাঠানো হয়। 

রাজ্যগুলো হলো আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল ও মনিপুর। 

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা যায়, আমগুলো রাজশাহী থেকে সরাসরি পিকআপে করে আজ দুপুরের দিকে তামাবিল স্থলবন্দরে আনা হয়। কার্টনে করে আসা তিন হাজার কেজি আমের মধ্যে ৩০০ কার্টন ল্যাংড়া ও ৩০০ কার্টন হিমসাগর আম ছিল। 

এরপর আসামের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা অমল জ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। তিনি জানান, ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমগুলো পাঠিয়ে দেওয়া হবে। 

এ সময় সহকারী কনস্যুলার বিশ্বজিত চক্রবর্তী, জনসংযোগ কর্মকর্তা ফেরদৌস সরকার, তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকতা শাখাওয়াত হোসেন, তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, মেঘালয় চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল ডলি খংলাসহ ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ