Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-06-01T15:04:49Z
গোলাপগঞ্জ

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামালের মুক্তির দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের মুক্তির দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে মার্ভেলাস টাওয়ারের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাছির আহমদ আবেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহির আলী, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, উপজেলা যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ জামিল, সদস্য সমছ আহমদ।

বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে আব্দুল আহাদ খান জামালকে শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে ২০১৯ সালের একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ