বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমি (স্কুল এন্ড কলেজ) এর প্রাক্তন অধ্যক্ষ নিরঞ্জন দাস এবং অন্যান্য মরহুম/স্বর্গীয় শিক্ষকগণের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে সময়ের বাতিঘর গোলাপগঞ্জের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ'র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ চৌধুরী, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মুকিত, গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক এ এইচ এম শফি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, মাওলানা মুমিন আহমদ শাকিল।
উপস্তিত ছিলেন গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শ্রমিক লীগের সহসভাপতি আবুল কাশেম,জাতীয় পাটি নেতা দেলওয়ার হোসেন দিলু, বিশিষ্ট সমাজসেবী সাইকুজ্জামান চৌধুরী শিমু, সময়ের বাতিঘরের সহ সভাপতি সাংবাদিক হারিছ আলী, সহ সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সদস্য ফাহিম আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, ডি এইচ মান্না, সামিল হোসেন, তামিম আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, যেখানে গুণিজনের কদর নেই সেখানে গুণিজন জম্মায়না। তাই আমরা সব সময় গুণীজনদের শ্রদ্ধাভরে সম্মান করতে হবে। এমসি একাডেমী স্কুল ও কলেজে সাবেক অধ্যক্ষ নিরঞ্জন দাস সহ স্কুলের যে সকল শিক্ষক মারা গেছেন তারা মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তাদের উত্তরসূরী হিসেবে আমাদেরও সমাজে ভালো কাজ করে যেতে হবে।