বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের কানাইঘাট থানা পুলিশ পাহাড়ে ও সমতলে রাতভর অভিযানে চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৮ মে) থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন (২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬) এবং রউফ মিয়া ওরফে রুহুল আমিন (৩০)।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বনিক।