বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার তিনদিন পর ফেঞ্চুগঞ্জে পাওয়া গেল সজীব আলী (৬০) নামের গোলাপগঞ্জের এক বৃদ্ধের লাশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই বৃদ্ধের লাশ ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-মল্লিকপুর সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর নিচে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এসময় বৃদ্ধ সজিব আলীর মুখে আঘাতের চিহ্ন ও মুখে রক্ত মাখানো ছিল।
নিহত সজিব আলী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ (নাজাত টিল্লা) গ্রামের জাকির হোসেন ও আফজল আহমদের পিতা।
জানা গেছে, রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, গাড়ির ছাদ থেকে পড়ে অথবা ভারি কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে।
এর আগে সজিব আলী গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়িতে ফেরেননি।
বৃদ্ধ সজিব আলীর বড় ছেলে জাকির হোসেন জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক আমাদের জিজ্ঞেস করেছেন আমাদের কোন শত্রু আছে কিনা। আমার বাবার বা আমাদের জানা মত কোন শত্রু নেই। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী যদি এটা স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে আমরা এগুবো।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।