বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথের সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত মকরম আলীকে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) দিবাগত রাতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই শাহপরান মোল্লা ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাত মকরম আলী বিশ্বনাথ উপজেলার দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন - মকরম আলীর নামে ডাকাতি মামলার ওয়ারেন্টসহ মোট ০৭টি ওয়ারেন্ট রয়েছে। অত্যন্ত সু-কৌশলে আন্তজেলার এই দুর্ধর্ষ ডাকাত সর্দার দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল।